সম্প্রতি দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকার সাধারণ ছাত্র-সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মানববন্ধনের আয়োজন করেন তারা। এসময় বক্তারা দেশের আইনশৃঙ্খলার তৎপরতা বৃদ্ধিসহ প্রকাশ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
এ সময় বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, মো. ওয়াসিম উদ্দিন, আইরিন খানম রিদা, মেহেনাজ আক্তার মৌ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই