অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো বিনির্মাণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরাধ দমন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা ও শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নান্নু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, ক্যাব জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামরুদ্দিন আহমেদ জাকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজু, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার দপ্তর সম্পাদক হাসান শিকদারসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে প্রশাসনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমিকা পালন করতে হবে। তাঁরা সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ