রাঙামাটির রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে উসচিং মারমা(৪৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উসাচিং মারমার ছেলে মংছাই মারমা জানান, নিজের সবজি বাগানে কাজ করতে যাচ্ছিল উসচিং মারমা। এসময় বন্যহাতির পাল ওই জায়গায় অবস্থান করছিল। হঠাৎ হাতির পালটি কৃষক উসচিং মারমাকে তাড়া করে। দৌড়ে পালানোর সময় হাতি তাকে প্রথমে সুঁড় দিয়ে পেচিয়ে ধরে আছাড় মারে। পরে পায়ে পিষ্টে হত্যা করে। তার চিৎকার শুনে দ্রূত ঘটনা স্থলে আসে স্থানীয়রা। শব্দ করে বন্যহাতি তাড়িয়ে তাকে উদ্ধারে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাবারের সন্ধানে বন্যহাতির দল প্রায় সময় লোকালয়ে চলে আসে। এসময় যা পায় তাই তাণ্ডব চালায়। মানুষের বাড়ি ঘর ভেঙে দেয়। বাগান নষ্ট করে। মানুষকে আহত ও নিহত করে।
রাঙামাটি রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, হাতির পায়ের পিষ্ট হয়ে ঘটনাস্থলেই উসাচিংয়ের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি কার্যক্রমের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল