শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল 'কেবল সামাজিক আন্দোলনই পারে মাদক প্রতিরোধ করতে'। এতে পক্ষ দল 'অপ্রতিরোধ্য'কে হারিয়ে বিজয়ী হয় বিপক্ষ দল 'অপরাজিতা'।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা