নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানা, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারটি আয়োজন করে গাজীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর।
বিডি প্রতিদিন/এএম