টেকসই উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রসারে পিরোজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিক শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
এসময় প্রধান অতিথি মু. আ. আউয়াল হাওলাদার বলেন, 'সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়ন ও অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে সমাজের নৈতিক অবক্ষয় থেকে আমাদের সঠিক পথে পরিচালিত করতে।'
অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সঞ্জয় গুপ্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার ১৫৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/মুসা