পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গার্ডিয়ান অফ ক্লাইমেট অ্যাকশনের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জেলা শাখার সহ সমন্বয়কারী কাফি ইসলাম লিমন, কুড়িগ্রাম জেলা শাখার সহ সমন্বয়কারী রাইয়ান রিফাত ও জাসদের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী, আতিক বাবু, ফেরদৌস জুয়েলসহ অন্যরা।
বক্তারা বলেন, ইট ভাটায় কাঠ, কয়লা পুড়িয়ে পোড়ানো হচ্ছে ইট। এসব ইট পোড়ানোর পরে তার অবশিষ্ট কাঠ কয়লা কৃষি জমি ও জলাশয়ে ফেলা হচ্ছে। ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানি দূষিত হচ্ছে। ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে, যা মানুষ ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বক্তারা অবিলম্বে পরিবেশের জন্য ক্ষতিকর সকল অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/এমআই