চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি (আঞ্চলিক) মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরহাট পৌরসভার আজম রোড়ের মুখে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অঞ্জনা দাস নামে এক নারী আহত হয়েছেন।
নিহতরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রেহানা আক্তার তানিয়া (২৫)। তার গ্রামের বাড়ি হাটহাজারীতে হলেও তিনি ফটিকছড়িতে নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
অন্যজন নারায়ণহাট ইউনিয়নের দক্ষিণ জুজখোলা গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ পারভেজ (২২)। তিনি নাজিরহাট কলেজ বিএনসিসি প্লাটুনের ২২তম ব্যাচের ক্যাডেট কর্পোরাল ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, "গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে এক নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত যুবকের একটি হাত বিচ্ছিন্ন ছিল। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
হাইওয়ে থানার এসআই শাহেদুল আলম জানান, "সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করা হয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক