শাশুড়ি মারা যাওয়ার খবরে কক্সবাজার থেকে তাকে দেখতে যাচ্ছিলেন পূত্রবধূ আইরিন নিগার (৩৫)। সাথে ছিল মাত্র ৬ মাস বয়সী শিশুসন্তান আরহাম। পথিমধ্যে তাদের বহনকারী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী পাথরবোঝাই একটি ট্রাকের।
সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আইরিন নিগার। সঙ্গে থাকা শিশুসন্তান প্রাণ হারায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে। এ সময় আহত হয়েছেন বাসটির আরও অন্তত ১৫ জন যাত্রী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়াল মারা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত আইরিন নিগার ও শিশু আরহাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল খাঁর হাট এলাকার নোমান রশিদের স্ত্রী-পুত্র।
এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, ‘পাথরবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নারী আইরিন নিগার কক্সবাজারে একটি এনজিওতে চাকরি করতেন। রবিবার তাঁর শ্বাশুড়ি মারা যাওয়ার খবর পেয়ে তাকে দেখতে যাচ্ছিলেন ছেলেকে নিয়ে। পথিমধ্যে দুর্ঘটনায় তারা মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর ও মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ