কুড়িগ্রামের পৌর এলাকার পৌরসভার পেছনে আদর্শ হাইস্কুল সংলগ্ন শহিদুল বাবুর্চির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত দুইটার দিকে শহিদুলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু নেভাতে ব্যর্থ হয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে জানালে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত শহিদুলের স্ত্রী আফরোজা বেগম জানান, গতরাত দুইটার দিকে আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার দুই মেয়ে চিৎকার দিয়ে ওঠে। তাদের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যায়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই। কিন্তু খবর জানাতে দেরি হওয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘরসহ আসবাবপত্র। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বিডি প্রতিদিন/এমআই