সিরাজগঞ্জে মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী, টি.এম. মুশফিক সাদ, জুবায়ের আল সেজান ও সাংবাদিক আব্দুস সামাদ সায়েম প্রমুখ।
সভায় বক্তারা ২১শের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কবিতা আবৃতি, নৃত্য ও গান পরিবেশন করা হয়।
সবশেষে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/মুসা