ভাষা শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী ভ্রাম্যমাণ ভাষার গান ও গণসঙ্গীতের আয়োজন করে। শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা পযন্ত শহরের বিভিন্ন স্থানে চলে এ আয়োজন।
একটি খোলা পিকআপে চড়ে উদীচীর শিল্পীরা শহরের বিভিন্ন পয়েন্টে গণসঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
জেলা উদীচীর সভাপতি গণসংগীত শিল্পী সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজার নেতৃত্বে গণসঙ্গীত পরিবেশন করেন আবুল কালাম, সেরা রেজা, সুকান্ত আচার্য, নিয়ামুল হক, ইসরাত জাহান মুনা, শাহজাহান কবির প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন আব্দুল ওয়াহাব। তবলায় ছিলেন দুলাল পণ্ডিত। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রনজিত সরকার এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে একুশের প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী।
বিডি প্রতিদিন/হিমেল