নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন ও সর্বস্তরের জনতা।
১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এরপর পরই পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া, ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরেই শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধারা। এরপর পরেই সকলের জন্য উন্মুক্ত হয় শহীদ মিনার বেদী।
ধাপে ধাপে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনতা।
তবে দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে জেলা পুলিশ। এছাড়া, শহীদ মিনার বেদীসহ আশপাশের প্রাঙ্গণ আলপনা এঁকে সাজানো হয়। করা হয় আলোকসজ্জাও।
বিডি প্রতিদিন/জুনাইদ