রাঙামাটিতে বড়ভাইকে হত্যার অপরাধে (ছোট ভাই) এক আসামিকে অর্থদণ্ডসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত আসামি হলো- মংথোয়াই মারমা (৪৩)।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানান রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে ৫ মে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাক বাংলো মধ্যম পাড়া এলাকায় অভিযুক্ত আসামি মংথোয়াই মারমা (৪৩) তার আপন বড় ভাই হলা প্রু চাই মারমাকে ধারালো দা দিয়ে প্রথমে কুপিয়ে পরে দা দিয়ে শিরচ্ছেদ করে হত্যা করে।
মামলা সূত্রে জানা যায়, আসামি মংথোয়াই মারমা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। কিন্তু তার বড় ভাই এলাকায় শালিশ কার্যক্রম পরিচালনা করতো। ছোট ভাইকে সঠিক পথে ফিরে আসার জন্য প্রায় সময় শাসন করার চেষ্টা করতো। এ ঘটনার জেরে আসামি তার ভাইকে কুপিয়ে হত্যা করে।
পরে মামলা হওয়ার পর আদালত ২১ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করে আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
আদালতের আদেশে বলা হয়, দন্ড বিধি ৩০২ ধারা মোতাবেক অভিযুক্ত আসামি মংথোয়াই মারমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একই সাথে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বিডি প্রতিদিন/জামশেদ