শেরপুরের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের মাজহারুলের বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’