নতুন জাতের ব্রি ধান ১০৩ চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষিকরা। এতে তারা খুশি। কৃষকরা জানান, বিভিন্ন জমির ব্রি ধান ১০৩ হেক্টর প্রতি ৫.৬ হতে ৭.৫৬ টন/হেক্টর অর্থাৎ বিঘাপ্রতি ১৯ হতে ২৫ মণ ফলন পাওয়া গেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান ১০৩-এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসে এ তথ্য জানা গেছে। কুমিল্লার সংকুচাইল উত্তর গ্রামে এ আয়োজন করা হয়।
কৃষি অফিস জানায়, নতুন এ জাতটি চলতি আমন মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন ্ন ব্লকে এক একর করে ৫৫ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে রাজাপুর ব্লকের উত্তর গ্রামে প্রায় ২০ একর জমিতে প্রদর্শনী দেওয়া হয়। উত্তর গ্রামের কৃষক মির্জা কাজল, মিঠু মিয়া, ইব্রাহিম খলিল, রিপন আহমেদ, মোরশেদ আলম, হুমায়ুন কবির ও সৈকতসহ আরও ৫০ জনের বেশি কৃষকের জমিতে এ বছর প্রথমবারের মতো ব্রি ধান ১০৩ চাষ করেন।