গাছে হোয়াইট ফ্লাই (সাদা মাছি) পোকার আক্রমণে বাগেরহাটে ছয় বছরে নারকেল উৎপাদনে ধস নেমেছে। এ সময়ে উৎপাদন কমে গেছে প্রায় ৭০ ভাগ। একই সঙ্গে নারকেলের দাম এই সময়ে অনেক বেড়ে যাওয়ায় এ জেলায় বন্ধ হয়ে গেছে ৯৯টি অটো কোকোনাট অয়েল মিল। বাগেরহাট বিসিক শিল্প নগরীতে এখন ১০টি অটো কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। এতে চার লক্ষাধিক মানুষের জীবন-জীবিকায় দেখা দিয়েছে অচলাবস্থা। বিসিক, কৃষি বিভাগ ও আটো কোকোনাট অয়েল মিল মালিক সমিতি সূত্রে এসব তথ্য জানা গেছে। কৃষি বিভাগ জানায়, বাগেরহাট জেলায় নারকেল গাছে আশঙ্কাজনক হারে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ দেখা দেয় ২০১৯ সাল থেকে। এরপর থেকে নারকেল উৎপাদন আশঙ্কাজনক হারে কমতে থাকে। এ পোকার আক্রমণে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গাছ মরে যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে বাগেরহাটে ৩ হাজার ৬৫৪ হেক্টর বাগানে মাত্র ৩৩ হাজার ৪৫০ টন নারকেল উৎপাদন হয়। বাগেরহাট জেলা কোকোনাট অয়েল মিল মালিক সমিতির সাবেক সভাপতি মো. শেখ জবেদ আলী বলেন, এক সময়ে এ জেলায় লক্ষাধিক টন নারকেল উৎপাদন হতো। এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল ১০৯টি অটো কোকোনাট অয়েল মিল। পোকার আক্রমণে ২০১৯ সাল থেকে নারকেল উৎপাদনে ধস নামে। এর পর জেলায় নারকেলের ফলন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এ ছাড়া শুকনা নারকেলের দাম ব্যাপক বেড়েছে। এখন প্রতি পিস শুকনো নারকেলের দাম ১০০ থেকে ১৫০ টাকায় হওয়ায় এক এক করে ৯৯টি কোকোনাট অয়েল মিল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের সববৃহৎ গ্রান্ড অটো কোকোনাট অয়েল মিল মালিক স্বপর কুমার বসু জানান, বাগেরহাটে নারকেল উৎপাদন যা হচ্ছে তার ৯০ শতাংশই কৃষকরা ডাব হিসেবে বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া শুকনো বা ঝুনা নারকেল প্রতি পিস গড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকার বেশি দামে। বর্তমানে এক লিটার তেল উৎপাদন করতে গড়ে ১২টি নারকেলের প্রয়োজন হয়। এতে মিলে দাম পড়ে যায় কেজিপ্রতি প্রায় ১৫০০ টাকা। তবে বাজারে উৎপাদিত তেলের এই দাম না পাওয়ায় বন্ধ হয়ে গেছে ৯৯টি অটো কোকোনাট অয়েল মিল। বাগেরহাট বিসিকের উপব্যবস্থাপক মো. শরীফ সরদার জানান, এ জেলায় গড়ে উঠেছিল ১০৯টি আটো কোকোনাট অয়েল মিল। এখন মাত্র ১০টি অটো কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন জানান, জেলায় নারকেল গাছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণ ব্যাপক বেড়েছে। এটি ২০১৯ সাল থেকে শুরু হয়। কৃষি বিজ্ঞানী সরেজমিনে পর্যবেক্ষণ করে সমন্বিত বালাই দমন ব্যবস্থায় (আইপিএম) পোকা দমনে পরামর্শ দিয়েছে। কিন্তু এই পোকা দমনে আইপিএমের সঠিক গাইড লাইন এখন পর্যন্ত হয়নি। বিমানে ওষুধ ছিটিয়ে পোকা দমন করা সম্ভব হলে আবারও নারকেল উৎপাদনের সোনালি সময় ফিরে আসবে মনে করেন তিনি।
শিরোনাম
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
- সরাইলে দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
- সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
- সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান?
- বরিশালে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ
- বিজয় হত্যা মামলা: সাবেক এমপি মিল্লাতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
- গাইবান্ধায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২
- মেহেরপুরে সদর উপজেলার উদ্যোগে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
- কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল: জর্জ ক্লুনি
- এআই পাওয়ারহাউস হবে সৌদি আরব, ১ ট্রিলিয়ন ডলারে বানাচ্ছে ডেটা সেন্টার
- দিনাজপুরে দ্বিতীয় দিনেও সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান
- স্পেনের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নজিরবিহীন বিচার শুরু
- নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ ইসির
- বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান
- কুমিল্লায় গাঁজার প্যাকেটে মিলল ২ ভারতীয় পিস্তল
- ভেনেজুয়েলায় যুদ্ধে জড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে মাদুরোর দিন শেষ: ট্রাম্প
বাগেরহাট
নারকেল উৎপাদনে ধস, বন্ধ ৯৯ মিল
নারকেল গাছে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ চার লক্ষাধিক মানুষের জীবন-জীবিকায় অচলাবস্থা
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর