দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ক্ষতিপূরণসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বেলা ১১টায় বসতবাড়ি রক্ষা কমিটির ব্যানারে খনি এলাকার পাথরাপাড়া গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কয়লা তোলার ফলে পাথরাপাড়া গ্রামের বাড়িঘর, আবাদি জমি, রাস্তাঘাট দেবে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে খনি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও তারা নামমাত্র সার্ভে করে কিছু ফাটল বাড়ির ক্ষতিপূরণ দিয়েছে। বর্তমানে এমনই অবস্থা দাঁড়িয়েছে যে গভীর রাতে আমরা ঘুমাতে পারছি না। যে কোনো মুহূর্তে আমাদের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে যেতে পারে।
চার দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিপূরণসহ বাড়িঘরে ফাটল এবং বাড়ির জায়গা দেবে যাওয়ায় একটা ব্যবস্থা করতে হবে। নতুন পাকা রাস্তা, সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকার বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করতে হবে।
আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে পাথরাপাড়া গ্রামে প্রায় ১ থেকে দেড় ফিট দেবে গেছে। আমরা প্রশাসনকে জানাতে চাই, আমাদের এ দুরবস্থার সঠিক সমাধান করার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় বসতবাড়ি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলেনা খানমসহ ক্ষতিগ্রস্ত গ্রামবাসী উপস্থিত ছিলেন।