গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সহযোগিতায় চুরি হওয়া ভ্যান ফিরে পেয়েছেন ভ্যান চালক হাফিজ শেখ। ভ্যানটি ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে পুলিশের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে হাফিজ শেখের পরিবার।
জানা যায়, গত ২১ অক্টোবর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে হাফিজ শেখের জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। ওই ঘটনার পর ভ্যানচালক হাফিজ শেখ হাসপাতাল ব্রীজে বসে কান্নাকাটি করে বিলাপ করতে থাকেন। এছাড়া কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা উপস্থিত সাংবাদিকদের জানান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। তখন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজন চোরকে সনাক্ত করা হয়।
তাপরপর মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে ভ্যানটির খোঁজ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি হওয়া ভ্যানটি ফেরত দেওয়া হয় চালক হাফিজ শেখ কে। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
চুরি যাওয়া ভ্যানটি ফিরে পেয়ে হাফিজ শেখ গণমাধ্যম ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানায়।
বিডি-প্রতিদিন/তানিয়া