দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র হয়েছে শিক্ষকসংকট। উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২৬ ও সহকারী শিক্ষকের ৪০টি পদ শূন্য। ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াকিল জানান, ঘোড়াঘাটের প্রাথমিক বিদ্যালয়গুলোর এক তৃতীয়াংশেই নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সহকারী শিক্ষকের শূন্যপদ সৃষ্টি হয়েছে। শূন্যপদের বিপরীতে চাহিদাপত্র পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌরসভাসহ চার ইউনিয়নে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারীরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় শিক্ষকসংকটে পাঠদান কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সঙ্গে সহকারী শিক্ষকের অনুমোদিত ৩৪৬ পদের ৪০টি দীর্ঘদিন ধরে শূন্য। শিক্ষকস্বল্পতার কারণে অনেক শিক্ষার্থী কোচিংনির্ভর হয়ে পড়েছে।
শিক্ষকরা জানান, প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় তাঁরা অতিরিক্ত ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।