বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনসচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিরত আলী জামে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসীর মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় লিফলেট বিতরণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্যসচিব পাপ্পু মাহবুব, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আমির হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহাম্মেদ কবির, নূরুল ইসলাম প্রমুখ।