গাজীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার জহিরুল ইসলাম লিটন (৪৫) শ্রীপুর উপজেলার কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার বিলাসপুর এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ২৮ আগস্ট রাত ৮টার দিকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা শেখ মামুন আল মুজাহিদ সুমনকে (৩৫) গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেপ্তার করে। তাকে চিকিৎসার জন্য শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলাম লিটন ২০-৩০টি মোটরসাইকেলে ৪০-৪৫ সহযোগীকে নিয়ে পুলিশের ওপর হামলা করে সুমনকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় শ্রীপুর থানার এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক বলেন, জহিরুল ইসলাম লিটনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।