গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী রাজু মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার সামনে।
নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালী বাজার এলাকার মৃত মেছের আলীর ছেলে। আহতরা হলেন জেলার সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর এলাকার আলমগীর হোসাইন (৩৮) ও একই উপজেলার কামারপাড়া এলাকার আতোয়ার রহমান (৬০)। আতোয়ার রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানটি ৩ জন যাত্রী নিয়ে সুন্দরগঞ্জ যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজু মিয়াকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো এই ঘটনার কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ