মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে খোন্দকার দেলোয়ার হোসেন কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলিয়ার রহমান ও আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এ টি এম সাজাহান, যুগ্ম সম্পাদক এ বি এম কামরুদ্দিন রেজা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরকার মাসউদুর রহমান, সদস্য মাহবুব রহমান এবং কো-অপ্ট সদস্য সাংবাদিক মো. কাবুল উদ্দিন খান।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে। সভাপতি অধ্যাপক ফজলুল হক তাঁর বক্তব্যে বলেন, “দুই দশক আগে মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে। শুরু থেকেই আমরা নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে আছি, ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
বিডি প্রতিদিন/হিমেল