বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিরকাটা এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ১১ বিজিবি ব্যাটালিয়ন।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং পুরো সীমান্ত এলাকায় কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
জব্দকৃত গরুগুলো কক্সবাজার কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
বিডি প্রতিদিন/জামশেদ