সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অভিযোগ করেন, ‘ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন এবং আমাদের দেশটা ধ্বংস করেছেন।’
ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, এমনটা আগে কখনো হয়নি। আমি এসব পুরস্কারের জন্য করিনি, আমি করেছি মানুষের জীবন বাঁচানোর জন্য।’ ট্রাম্প দাবি করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও আটটি যুদ্ধ বন্ধে তাঁর অবদান কোনোভাবেই ওবামার তুলনায় কম নয়। ২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাস পরই ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সে সময় এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। এদিকে ট্রাম্প গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ওপর চাপ বাড়িয়েছেন, যা নোবেল কমিটিকে প্রার্থী মূল্যায়নে সহায়তা করে।