গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত (৫৪)-এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫৫ মিনিটে শহরের খ্রিস্টান পাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের মৃত্যুতে গোপালগঞ্জসহ দেশের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির সাবেক এমপি এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খান মঞ্জু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমল হোসেন সরদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, সদস্য সচিব কাজী আবুল খায়ের, বিএনপি নেতা ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ জেলার গণমাধ্যমকর্মীরা।
এদিকে, গোপালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ