বিএনপির ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে এবং কুষ্টিয়া ল্যাব কেয়ারের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক ও ল্যাব কেয়ারের চেয়ারম্যান ডা. সজিবুল হক বলেন, ‘এই মেডিকেল ক্যাম্পের আয়োজক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান। তিনি ব্যক্তিগতভাবে শহরসহ বিভিন্ন ইউনিয়নে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।’
তিনি আরও জানান, ‘প্রায় দেড় থেকে দুই হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা এই ক্যাম্প পরিচালনা করছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতি সপ্তাহেই এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।’
বিডি প্রতিদিন/জামশেদ