সমাজমাধ্যমগুলোয় সম্প্রতি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কেক। বিশেষ করে রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে বসা কয়েকটি দোকানের বিক্রির ভিডিও ভাইরাল হলে কেক নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে যায়। এরপর কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ক্রেতার ভিড় বাড়তে থাকলে এলাকাটিকে কেকপট্টি হিসেবে নাম দেন নেটিজেনরা। একই সঙ্গে সেখানে চটপটি, ফুসকা, কেক, পিজ্জাসহ বিভিন্ন খাবারের ভাসমান দোকানে সয়লাব হতে থাকে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। দুর্ভোগে পড়ে নগরবাসী। ক্রমেই দুর্ভোগ বাড়তে থাকায় কেকপট্টি উচ্ছেদ করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, ‘এলাকাটিতে প্রথমে একটি-দুটি দোকান বসানো হলেও ধীরে ধীরে শতাধিক দোকানে রূপ নেয়। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোয় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। পথচারীরাও ভোগান্তিতে পড়ছিল। প্রতিদিনই এ নিয়ে ৯৯৯-এ ফোনসহ নানান অভিযোগ আসছিল। এসবের ভিত্তিতেই সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।’ তিনি আরও বলেন, ‘অভিযানে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে যেন তারা পুনরায় সড়ক বা ফুটপাত দখল না করেন।’