রাজধানীর মিরপুরে আনসার ক্যাম্প বিহারিপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তার ডান হাত ও পেট গুরুতর জখম হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। জানা গেছে, শিশুটির মা নার্গিস আক্তার বাসাবাড়িতে কাজ করেন। তামিম স্থানীয় মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ে। গতকাল ছুটির দিন হওয়ায় বাসাতেই ছিল শিশুটি। নার্গিস আক্তার জানান, ‘তামিমকে বাসায় রেখে কাজে বের হই। এ সময় ও খেলাধুলার জন্য বাইরে বেরিয়েছিল। বিহারিপাড়া মসজিদসংলগ্ন ময়লার স্তূপের পাশ থেকে ককটেল জাতীয় কোনো বস্তু কুড়িয়ে পেয়ে হাতে নেওয়া মাত্রই বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশ ও হাত জখম হয়। খবর পেয়ে হাসপাতালে ভর্তি করি।’ মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘ময়লার স্তূপে স্কচটেপে প্যাঁচানো একটি বস্তু দেখে টেনিস বল ভেবে কুড়িয়ে আনে শিশুটি। সেটিকে দেয়ালে ছুড়ে মারলে সশব্দে বিস্ফোরিত হলে শিশুটি আহত হয়। সেখানে আরও কয়েকটি শিশু থাকলেও আর কেউ আহত হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর কোনো ককটেল বা বিস্ফোরক জাতীয় বস্তু মেলেনি। ময়লার স্তূপে ওই ককটেলটি কীভাবে এলো খতিয়ে দেখা হচ্ছে।’