১৩ বছর আগে তিন সন্তান ফেলে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া বানু বেগম নামে এক নারী ফিরে এসে এখন স্বামীর সম্পত্তির দাবি তুলেছেন। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ছোট আহম্মদপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।
স্থানীয়রা জানান, ২০১২ সালে তিন সন্তান রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যান ছোট আহম্মদপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী বানু বেগম। ইসমাইল হোসেন তখন একাই সন্তানদের লালনপালন করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন। পরে তিনি একই ইউনিয়নের বারাহিগুনী এলাকার সালেহা বেগমকে বিয়ে করেন। কিন্তু চলতি বছরের এপ্রিলে ইসমাইলের মৃত্যুর পর পালিয়ে যাওয়া বানু বেগম হঠাৎ ফিরে আসেন। ইসমাইলের সম্পত্তির ওপর মালিকানা দাবি করতে শুরু করেন। একাধিকবার বাড়িতে এসে সম্পত্তি দখলের চেষ্টা চালান। এতে সালেহা বেগম ও সন্তানদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভুক্তভোগী সালেহা বেগম সাংবাদিকদের জানান, ‘বানু বেগম এসে আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখল করতে চাইছে। এতে আমি খুব ভয় পাচ্ছি। বিষয়টি আমরা গ্রামের মুরুব্বিদের জানিয়েছিলাম। তারা বৈঠক ডাকলেও বানু সেখানে উপস্থিত হয়নি।’ সালেহা বেগম দাগনভূঞা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।