আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ব্যাচের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (এনডিসি) ও জেলা কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ।
এ দফায় কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। গত ৫ অক্টোবর থেকে দেশের ১৩০টি ভেন্যুতে একযোগে চতুর্থ পর্যায়ের নির্বাচনি প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ প্রশিক্ষকেরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ধাপে ধাপে বিভিন্ন ব্যাচের সদস্যরা খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/জামশেদ