ভোলায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম সাঝির নেতৃত্বে এলাকায় মাদকের একটি শক্ত ঘাঁটি গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হলেও কিছুদিন পর তারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে জড়িয়ে পড়েন।
এসময় এলাকাবাসী দ্রুত ইয়ানুর বেগম, তার ছেলে নাজিমসহ চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার এবং তাদের মাদক ব্যবসার আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. শোয়েব, মোশারেফ হোসেন বাহার, মাওলানা মো. ইব্রাহিম, মো. হারুন, সোলায়মান মামুন, নূরনবী হাওলাদার মনির, ইমরান হোসেন নিরব, ছালাউদ্দিন ও ইসমাইল হোসেন বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মাদক এখন সহজলভ্য হয়ে পড়েছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়। এতে এলাকার তরুণ ও কিশোররা মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান— মাদক ব্যবসায়ীদের স্থায়ীভাবে নির্মূল করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে।
বিডি প্রতিদিন/হিমেল