রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোছা. হাফছা তাবাসুম (২)। সে তেলিপাড়ার বাসিন্দা মো. হামিদুল ইসলাম ও মোছা. মর্জিনা বেগমের মেয়ে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) লতিফ শাহ জানান, শিশুটি মায়ের সঙ্গে বাড়ি থেকে কাউনিয়া বাজারে আসছিল। পথে অটোভ্যান উল্টে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অটোভ্যান চালক পলাতক রয়েছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ