তিতাস উপজেলায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর জামাতা পলাতক। নিহত নারীর নাম সুফিয়া খাতুন (৭০)। তিনি মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্তের নাম জামাল উদ্দিন শিকদার (৫০)।
স্থানীয়রা জানায়, জামাল উদ্দিন ও তার স্ত্রী রহিমা আক্তার মামাতো-ফুফাতো ভাইবোন। শ্বশুরবাড়ির পাশেই জামালের বাড়ি। পারিবারিক কলহের জের গতকাল সকালে শাশুড়িকে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন জামাল। প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেলে জামাল বাড়ি থেকে পালিয়ে যায়।
তিতাস থানার এসআই কমল সাহা বলেন, অভিযুক্ত জামাল উদ্দিন পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।