নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোচালক নয়ন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নিহত নয়নের স্ত্রী সাবিনা ওরফে সাবরিনা, তার পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল, চয়ন, জুয়েল, নোমান ওরফে মানিক, সুমাইয়া ও সানজিদা ওরফে সাজু। মঙ্গলবার প্লাস্টিকের ড্রাম থেকে দুই পা বিচ্ছিন্ন নয়নের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এ হত্যা সংঘটিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছেন।