নওগাঁয় সমতলের ২০ জন আদিবাসী নারী কৃষককে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে দেওয়া হয় রঙিন মাটির হাঁড়িভর্তি ধানের বীজ এবং একটি করে ফলের চারা। গতকাল উপজেলার লক্ষ্মীডাঙ্গা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতা নুরুল ইসলামের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলামের মতে, কৃষকদের হাতেই ফসলের আশীর্বাদ।