গাইবান্ধার পলাশবাড়ীতে গ্যাস সিলিন্ডারের মধ্যে গাঁজা বহনকালে শাহিন আলম (২০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেশপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শাহিন কুড়িগামের রাবাইতারি এলাকার আক্কাস আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ এ তথ্য জানান।