ঝিনাইদহের মহেশপুরে দেনা পরিশোধ করতে সন্তানকে বিক্রি করেছেন মা সুমাইয়া খাতুন। গতকাল উপজেলার যাদবপুর ইউনিয়নের জললুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হলে নবজাতক সন্তানকে উদ্ধারে উদ্যোগ নেয় প্রশাসন। নবজাতক বিক্রিতে সহায়তা এবং বৈধ কাগজপত্র না থাকায় পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা, হাসপাতালের নার্স ইসমোতারা খাতুনকে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে প্রশাসন।
জানা গেছে, জললুলি গ্রামের খলিলের মেয়ে সুমাইয়ার দুটি সন্তান। সম্প্রতি তার স্বামী আল আমিন মারা যান। ৩০ সেপ্টেম্বর তৃতীয় সন্তান প্রসব করেন সুমাইয়া। এরপর সিজার ও ধারদেনার টাকা পরিশোধের জন্য লোকজন তাকে চাপ দেওয়া শুরু করেন। একপর্যায়ে মহেশপুর পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সহায়তায় সন্তানকে ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন জানান, নবজাতক শিশুকে উদ্ধারে মহেশপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।