জয়পুরহাটের কালাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলার বৈরাগীহাট সানসাইন কিন্ডার গার্টেন অ্যান্ড উচ্চবিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প করা হয়। এতে ৫ শতাধিক রোগী সেবা নেন। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এ ক্যাম্পের আয়োজন করেন। এমন আয়োজনে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।
এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, ‘রোগীদের চিকিৎসায় চারজন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা দেন। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’