কক্সবাজারের চকরিয়ায় পৃথক স্থান থেকে গতকাল দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার মাতামুহুরী সেতুর নিচে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। অন্যদিকে বদরখালী এলাকায় হারুন নামে এক সিএনজি অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বদরখালী এলাকায় এ ঘটনা ঘটে। গিয়াস উদ্দিনের পরিবার জানায়, শুক্রবার রাতে তাকে অপহরণ করা হয়। চকরিয়া থানার ওসি তৌহিদ আনোয়ার জানান, লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।