বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। রাতেই ফয়সাল ব্যাপারীকে (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ওই গৃহবধূ বৃহস্পতিবার পশ্চিম সুজনকাঠি গ্রামে খালা বাড়ি বেড়াতে যান। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন তিনি। তখন ফয়সালসহ তিনজন তার মুখ বেঁধে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূর মুখের বাঁধন খুলে গেলে তিনি চিৎকার দেন। তখন ধর্ষকরা পালিয়ে যায়। পরিদর্শক জানান, মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে এবং গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।