যশোরে অভিযান চালিয়ে দুই বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে শহরের টেস্টি ট্রিট কনফেকশনারি ও নিউ বাঁধন ফুডকে এ জরিমানা করেন ভোক্তার উপ-পরিচালক সেলিমুজ্জামান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক সেলিমুজ্জামান জানান, শহরের এমকে রোডে টেস্টি ট্রিট কনফেকশনারিতে গিয়ে দেখা যায়, প্রাণ পটাটো স্পাইসিতে ১৫ প্যাকেট বিস্কুট রয়েছে। যার ওজন ১৭৯ গ্রাম। অথচ থাকার কথা ১৬ প্যাকেট বিস্কুট। ওজন হওয়ার কথা ১৯২ গ্রাম। এটা প্রতারণামূলক ও ভোক্তা অধিকারবিরোধী হওয়ায় কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নিউ বাঁধন ফুডে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্যাকেটে মূল্য লেখা নেই।