অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। আমিনুল ইসলামকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মুহিদুল হাসান।