চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর ওই ছাত্রীকে ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। মধ্যরাতে পৌর এলাকার একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে।