কমিল্লার শাওরাতলী বিল। বিলের মাঝখানে একটি সরু খাল পরিষ্কারে বদলে গেছে দেড় শতাধিক একর জমির চাষাবাদ। উপকৃত হয়েছেন ৩ শতাধিক কৃষক। ৩০ বছর পর বেড়েছে ধান আবাদ। সহজ হয়েছে জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ ব্যবস্থাপনা। খাল পরিষ্কারের উদ্যোগ নেন স্থানীয় কৃষক আবদুস সোবহান। তিনি সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন কৃষকদল নেতা সাধারণ সম্পাদক।
আবদুস সোবহান বলেন, কৃষক সংগঠন করার কারণে বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে মিশতে হয়। শাওরাতলী গ্রামে গেলে কৃষকরা দাবি তোলেন পাগলী খালের সঙ্গে সংযুক্ত খাল পরিষ্কার করার। খালটি ৩০ বছরে সংস্কার হয়নি। এক কিলোমিটার পরিষ্কার করায় কৃষক লাভবান হয়েছেন। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বলেন, শাওরাতলী বিলে দুটি ফসল হয়। পানির প্রবাহ না থাকায় কিছু জমি চাষের বাইরে ছিল। খালটি পরিষ্কার করায় অনেক জমি চাষের আওতায় এসেছে।