গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- কালীগঞ্জ উপজেলার আরিফুল ইসলাম (৩৫) ও আরিফ শেখ (৩২)।
কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মোক্তারপুর ইউনিয়নের কালিহাসি এলাকা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আরিফুল ও তার সহযোগীকে আটক করা হয়।