কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরসাদিপুর মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে এক নারীর মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন। দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।