বছরের পর বছর সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী রক্তদহ বিল তার যৌবন হারিয়েছে। এখন বিলে আগের মতো মাছ থাকে না। এক সময় এ বিলে মাছ ধরে জীবিকানির্বাহ করতেন শত শত জেলে পরিবার। বছরের পর বছর রাজনৈতিক জাঁতাকলে পিষ্ট হয়ে হাজার হাজার হেক্টর জমির রক্তদহ বিলটি বর্তমানে স্থানীয় বাসিন্দাদের তেমন উপকারে আসছে না।
এ অবস্থায় বিল ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা। রক্তদহ বিল খনন, চারপাশ দিয়ে পর্যটকের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি, পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপণ, বিলের সব সংযোগ খাল খননের কথা জানানো হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নওগাঁর নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, খননের মাধ্যমে রক্তদহ বিলের হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে আনা হবে। বিলকে ঘিরে ইকোপার্ক তৈরিরও পরিকল্পনা আছে। প্রাথমিক সব কাজ সম্পন্ন হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থাও নেওয়া হবে। নির্বাহী প্রকৌশলী আরও জানান, বর্তমানে যে পরিমাণ পর্যটক রক্তদহ বিল, পাখি ও পল্লির সৌন্দর্য উপভোগ করতে আসছেন পরিকল্পনা বাস্তবায়নের পর এর সংখ্যা আরও বাড়বে। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো রক্তদহ বিলও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। পাল্টে যাবে এ অঞ্চলের দৃশ্যপট।