বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ক্য সাই ওয়াং মারমা, ক্য হ্লা ওয়াং মারমা এবং উ হাই সিং মারমা। স্থানীয় সূত্র জানায়, ৮ আগস্ট ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ক্য হ্লা ওয়াং, ক্য ওয়াং সাই, চ হাই, উ হাই সিং এবং ক্য সাই ওয়াং নামের পাঁচ যুবক। ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানালে মঙ্গলবার মৌজা হেডম্যান মং চ উ মারমা সামাজিক বিচার ডাকেন। বিচারে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে গতকাল তাদের আটক করে পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, অভিযুক্ত অন্য দুজনকে আটক করতে অভিযান চলছে।